১৫৩ এর বই
১৫৩ এর বই


গণতান্ত্রিক সোনার বাংলায়
কেনো ১৬ কোটি চুপ,
ক্ষমতার মূল উৎসের কেনো
এমন অচেনা এক রূপ ?
গণতন্ত্র মানে কি শুধু
লিপিবদ্ধ স্বাধীনতা,
তিক্ত সত্য বললে
ফরজ কেনো চিরনিদ্রা?
দেশতো কারোর একার না
আমার অধিকার কই?
তাহলে সবটাই কি মিথ্যা,
লিখা ১৫৩ এর বই ?
২৭ এ আইন সমতা
৩৯ এর বাক স্বাধীনতা,
কেনো ক্ষমতার কাছে
আমার অধিকার বাঁধা ?
গণতন্ত্র-মানবাধিকার নাকি
রাষ্ট্র মূলনীতি,
পালন হয়না কেনো তবে
১১ এর প্রতিশ্রুতি?
নির্বাচনী আইন আর বৈধতা
১২৫ এই লেখা,
বাস্তবে প্রতিফলন নাই
সবটুকুই বৃথা।
সংবিধান পালন নাই
আবার গণতান্ত্রিক দেশ,
সাধারণ মরছে মরুক
ক্ষমতায় আছে তারা বেশ।
মুজিব আদর্শের সোনার
এই বাংলায়
কেনো দুর্নীতিবাজেরা
দেশটাকে সামলায়?
টিভির সামনে খবর দেখে
সাধারনের আফসোস,
প্রার্থী নির্বাচনে তারা দিতে
যায় না ভোট।
অধিকার কখনো পায়ে
হেঁটে আসবেনা,
যদি থাকো চুপ তবে
অধিকার পাবেনা।
মুখে ফুটতে হবে বুলি
যায় যাক প্রাণ,
বুকে নিতে হবে গুলি।
পরিবর্তন কখনো মুখে
বলে হয়নি,
রাজপথে মিছিলে তোলো
প্রতিবাদী ধ্বনি।
কম্পিত হোক সারা
বাংলার বুক
আর কত থাকবে
কাপুরুষ- নিশ্চুপ ?
মৃত্যুর আগে কেনো
বার বার মরণ,
'৫২, '৭১ এর কথা
কি হয়না স্মরণ?
মরতে ত হবে সবার
হও তুমি বীর,
বল বীর, বল বীর
চির উন্নত মম শির।