ভালো আছো ?
ভালো আছো ?


প্রিয়,
চেয়েছিলাম কি, তুমি কি দিয়ে গেলে ,
অন্যের হাতে হাত দিলে আমার হাত ফেলে।
কি বা ছিলো চাওয়া তোমার কিসের
ছিলো আসক্তি ?
বুক উজাড় করে ভালোবাসাতেও তোমার
কেনো মনে হলো ঘাটতি ??
ভালো আছো ? তার সনে ?
মনে কি করো আমায় দিবা নিশি
নাকি দেখা পাও তোমার সপনে ?
ওহ ... দুঃখিত প্রিয় ,
আমি তো ভুলেই গেছি
তোমার স্বপ্নে আসার টিকিট হারিয়েছি ।
ভালো আছো ?? তার কাঁধে কি মাথা রাখো ?
নাকি স্মৃতি গুলো নাড়া দিলে
মাথার বালিশ ভেজাও ?
ভুল করেও কি সেই সময়টুকু
আমায় কাছে চাও ?
ভালো আছো ??? দিব্যি তার সাথে বেশ ?
আচ্ছা ,দেখা হলে কি চোখে চোখ রাখে
সরিয়ে তোমার কেশ ?
তখন কি অজান্তে চোখ বুজে যাও
অনুভবে আমার স্পর্শে হারা
ও ??
ভালো আছো ???? সে কি তোমার খুব যত্ন নেয় ?
নাকি খুব ব্যস্ততার ফাঁকে ফাঁকে কিছু সময় দেয় ?
আচ্ছা , ওই একাকীত্বে কি আমায় পড়ে মনে
এই ভেবে আমি থাকলে হয়ত সকল ব্যস্ততা ফেল রইতাম
তোমার সনে ?
ভালো আছো ?????তার সাথে অভিমান করো?
সুযোগ খুঁজে যাও , নাকি সব ধামাচাপা দিয়ে
নিরবে নিবৃত্তে কাটাও ?
ভেতরটা কি জমাট বাঁধে অভিমানে ?
সেই সময় কি আমায় মন আমায় কাছে টানে ?
ভালো আছো ?????? সে কি তোমার আঙ্গুলের ফাঁকে
আঙ্গুল মেলায় ? চেপে ধরে দোল খেলায় ?
নাকি আঙ্গুলের ফাঁকে রেখাগুলো অসম্মতি জানায় ?
তখন ও কি মাতাল হও অনুপস্থিতিতে আমার নেশায় ?
প্রিয় ,
ভালো আছো ???????
ভালো থেকো ।। তার মন মাজারে ।
যদি কভু চাও ফিরতে ,চলে এসো
প্রতি প্রার্থনায় আজো চাই তোমারে !!!!