STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Fantasy Others

3  

SUBHAM MONDAL

Abstract Fantasy Others

অশ্রুদান

অশ্রুদান

1 min
261

চোখের গাঙে উজান আসে, ভাঙলে ঢেউ মনের পাড়ে,


বানভাসি হয় রডােডেনড্রন, হতাশা কুড়িয়ে পলির পরে।


নতুন করে সময় গড়ে, আবার যখন চাতক প্রাণ,


 ইচ্ছেদের বার্তা-লাপে ভি-সু-ভি-য়া-সে অশ্রুদান।




মৃত্যু তখন থমকে দাড়ায়, শ্যাওলা বাঁধানাে স্মৃতির বুকে,


 বাঁচতে শেখায় ভরসা রেখে, ভালােবেসে মােহনাকে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract