"অশান্ত পরিবেশ"
"অশান্ত পরিবেশ"
জীবন এখন কাটছে বেশ
শুনে বোমার শব্দ,
বুদ্ধি করে যে পারছে
করছে অপরকে জব্দ.
অশান্ত আজ পরিবেশটা
বোমার মসলায় ভর্তি,
ইচ্ছে মতো মানুষ গুলোই
মানুষের করছে ক্ষতি.
এক বৃন্তে দুটি কুসুম
হিন্দু মুসলমান,
সমাজ এটা ভুলে গিয়ে
করছে রক্তে স্নান.
মনুষত্ব ভুলে, জাতেরই জালে
হয়েছে সবাই বদ্ধ,
এমনি চলবে কয়েক দিনেই
পৃথিবীর হবে নিস্তব্ধ.
প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ
হয়েছে অনেক বিখ্যাত,
এই যুদ্ধের চেয়েও এখন
পরিবেশ হয়েছে কুখ্যাত.
পরিবেশটা অশান্ত আজ
গোলাগুলিতে ভর্তি,
কোথায় গেলে পাবে মানুষ
একটুখানি স্বস্তি.
রাস্তায় যায় না বেরোনো
বাড়ছে ধিরে দূষন,
ধিরে ধিরে শান্তি কমছে
অশান্তি বাড়ছে ভীষণ.
পরিবেশটা অশান্ত আজ
স্বার্থের বেড়াজালে,
খুন করছে একে অপরকে
আড়ালে আবডালে.
স্বার্থ এখন সবার উপর
দাম নেই মনুষ্যত্বের,
মানুষের দোষ নেই
দায় যেন, শুধু পরিবেশের.
কিন্তু এই মানুষের জন্যই
নিঃস্ব হয়েছে পরিবেশ,
চেঁটে পুটে বদনাম করে
করেছে তাকেই শেষ.
অশান্ত আজ পরিবেশটা
টিভি খুললেই দেখা যায়,
খবর কাগজ ও পিছিয়ে নেই
এসবের আলোচনায়.
সমালোচকগন সমালোচনা করেন
দেখান প্রতিকারের পথ,
কিন্তু কেউ এগিয়ে এসে
নেয় না, ভালো করার শপথ.
রাজনৈতিক কারণেও আজ
জনগণ নেই শান্ত,
জনগণের দ্বারা চালিত পরিবেশ
তাই, হবেই তো অশান্ত
