অপ্রেম ৩🌻
অপ্রেম ৩🌻


আজ সকাল থেকেই আকাশের গায়ে বিষাদের বাদামি বর্ম। শহরের গলি-ঘুঁজিজুড়ে শুধুই মনখারাপের গুমোট। হঠাৎই একটা পাগল হাওয়া বয়ে গেল গলির এমুখ থেকে ওমুখে। অথচ আজ আমার বড্ড মনখারাপ। শীতের বিড়ালছানার মতন একটু উষ্ণতা খুঁজতে চাইছি। তোমার শহরের আকাশ বোধহয় আজো খুব রঙিন..বর্ণময়! তুমি কত সহজে মুছে ফেলো ক্লান্তি আর বিষাদ... অথচ আমি আজও সদ্য প্রেমে পড়া আঠারো বছর...এখনো আমি অভিমানে নুইয়ে পড়া চাঁপা ফুলের গাছ! অথচ একটু প্রেমের আঁচে সুন্দর ফুটফুটে ফুলগুলো কী মাথা দোলায়। তুমি কখনো ক্লান্ত থাকো না...সবসময় চনমনে...একগোছা সূর্যমুখী ফুলের মতনই আলোময়। আমার কষ্টের ব্যারিকেড তুমি অনায়াসে ভেঙে পড়ে ফেলো "লুকিয়ে রাখা আমি-কে"...অথচ তুমি তো বেপরোয়া যান্ত্রিক। কিন্তু এই প্রচন্ড শীতে তুমি তো আমায় সবচেয়ে উষ্ণ রেখেছো। আচ্ছা,অনেক হলো এবার ঘুমিয়ে পড়ো। তীব্র বাস্তববাদ আবার ঢেকে দিক তোমার স্বপ্নালু দৃষ্টি। অথচ একবার এই ঘোরেই অপ্রেমের ব্যর্থ প্রচেষ্টায় সময় থমকে যাক.....দুটো হাত অন্ধকারে হাতড়ে খুঁজে নিক পরস্পরকে...... আর ফিসফিস কণ্ঠে কেউ বলে উঠুক---
অভী না যাও ছোড় কর...
কে দিল অভী ভরা নেহি!