আগুন নেভে না
আগুন নেভে না


আগুন জ্বলেছে;
শত শত মোমবাতির আগুন।
অগুনতি কালো মাথা
বেরিয়ে এসেছে রাজপথে।
শব্দেরা শীতঘুমে।
এগিয়ে চলেছে আগুন,
প্রতিবাদের পথে।
দাউ দাউ করে জ্বলছে আগুন।
ফোঁটা ফোঁটা করে চোখেরা বৃষ্টি নামালো।
জল না রক্তের?
আকাশে পাঁক খাচ্ছে কালো ধোঁয়া।
একটা অস্তিত্ব মিলিয়ে যাচ্ছে,
অণু অণু করে।
নিভু নিভু করে জ্বলছে আগুন।
বাতাসে পোড়া মাংসের গন্ধ
আগুন থেকে,
কিছু মাথা সেঁকে নিচ্ছে ওম।
সন্ধান চলছে আরেক দলা মাংসের।
ওরা গল্পে মেতেছে।
নিঃশব্দ মোমবাতির দল এগিয়ে চলেছে।
কয়েকদিন পর মেয়েটা হারিয়ে যাবে।
মাইকের চিৎকার আর
মেকি সভ্যতায়।