STORYMIRROR

Mysterious Girl "মিশু"

Romance Tragedy Fantasy

3  

Mysterious Girl "মিশু"

Romance Tragedy Fantasy

অপেক্ষারত

অপেক্ষারত

1 min
145

চলো ফিরে যাই সেই মূহূর্তে

যখন অচিনপুরের সূর্য উদয় তোমার আমার মনকে রঙিন রঙে রাঙাতো।

ফিরে যাই সেই সময়, যখন পাখির কলরবে মুখরিত হয়ে তুমি আমার পানে চেয়ে থাকতে।

ফিরে যাই সেই খুশির সময়ে, যখন ভালোবাসার অনুভূতি ছিল তোমার মনে।

আবার দেখতে চাই, তুমি আমাকে ভালোবেসে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেছো।

আবার অনুভব করতে চাই তোমাকে...

কিন্তু!! কিন্তু তুমি আজ বহুদূরে চলে গেছো।

এত দূরে, যেখান থেকে ফিরে আসা বা ফিরিয়ে আনা সম্ভব নয়।

এসো না একটিবার, তোমার মিষ্টি হাসি মাখা চাঁদপানা মুখটা যে বড় প্রিয়।

তোমার না বলা কথা আর সমুদ্রের মতো গভীর চোখের ভাষা যে আমি আবার করে বুঝতে চাই।

আসবে না তুমি!!

আমি যে তোমার অপেক্ষায় অপেক্ষারত। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance