STORYMIRROR

Mysterious Girl "মিশু"

Romance Others

3  

Mysterious Girl "মিশু"

Romance Others

ভালোবাসবে তো!

ভালোবাসবে তো!

1 min
287

আমার ঘন কালো চুলের রাশি পিঠ ছাড়িয়ে কোমড় ছোঁয়, তোমার অতি প্রিয় তা।

তোমার পছন্দ বলে আমিও সযত্নে আগলে রাখি তাদের।

সুসজ্জিত কাজল কালো চোখটা তোমার বড়ই পছন্দের, তবে চোখের ভাষা বুঝতে তুমি অপরাগ।

তোমার জন্য নোনাজলে চোখ ভিজিয়ে যখন কাজল ঘেঁটে একসা অবস্থা, তখন তুমি আর চেয়ে দেখোনি এই চোখের দিকে।

এরে কি ভালোবাসা কয়?

আমার বুকের বাঁদিকে থাকা তিলের পুরু চামড়ার নিচে তিল তিল করে জমিয়ে রাখা ভালোবাসাটা তুমি দেখলে না।

মনের খোঁজ একবারও নিলে না। তোমার দৃষ্টি আকর্ষণ করলো শুধুমাত্র চকচকে উজ্জ্বল চামড়ায় থাকা ছোট্ট তিলটা।

এরে কি ভালোবাসা কয়?

যেদিন আমার শরীর স্পর্শ করার আগেও আমার আত্মা স্পর্শ করতে পারবে সেদিন আমাকে অনুভব করবে তুমি, আমিও বুঝবো তোমার অস্তিত্ব।

আমার মন কাননে তোমার নামে ফুলের মেলা বসবে, আমি অতি যত্নে আহ্লাদে তাদের প্রস্ফুটিত হওয়ার পথ চেয়ে রইবো।

তোমার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে তোমার উষ্ণ নিঃশ্বাসে নিজের সর্বাঙ্গে শিহরণ অনুভব করবো। তোমার স্পর্শে নিজেকে হারিয়ে ফেলবো তোমারই মধ্যে।

তুমি খুঁজে পাবে আমাকে, আগলে রাখবে অতি আদরে।

প্রেমের ভেলায় ভাসমান হয়ে মেঘের রাজ্যে পাড়ি দেবো তোমার সঙ্গে, সহচরী হবে তো!

ছেড়ে যাবে না নিশ্চয়ই আমার খামখেয়ালী কল্পনায় বিরক্ত হয়ে!

আমাকে আমার মতো করে মেনে নিয়ে ভালোবাসবে তো! 


Rate this content
Log in

Similar bengali poem from Romance