অঞ্জলি
অঞ্জলি
স্নান শেষে আয়নায় খুঁজি পরিত্রাণ,
ছায়ায় পালক ছোঁয়া বিষণ্নতা,
চুপিচুপি দরজা খুলে দেখি চোখ ধাঁধানো রোদ...
কোত্থাও নেই কলঙ্কের দাগ ছোপ;
রংমিলান্তি নদীতে পাক খায় বিস্মৃতি
আলগা বাঁধন খুলে পড়ে, মনে হয় পরিযায়ী জন্ম অপেক্ষা করে আছে আকাশের দিকে;
তারপর সন্ধ্যা নামে অবসন্ন জানলার আড়ালে...
প্রদীপের আলোয় কাঁপতে থাকে ঈশ্বরের কঙ্কাল,
হাঁটু মুড়ে বসি, কপালে হাত দিয়ে দেখি নক্ষত্রজগতের মৃতদেহ...
শুধু তোমাকে ভুলব বলেই বেহুলার নাম বিসর্জন দিতে পারি চোখের গাঙুরে...