পৃথিবী
পৃথিবী


সব শেষে আসুক নেমে -
ধবধবে সাদা পাঞ্জাবীতে একটা লোক।
কাঁদুক সুরে বিষের বাঁশি, আগুন জ্বলুক বীণায়।
আর লোকটা-
এই ধুয়ে যাওয়া, পুড়ে যাওয়া শ্মশানের ছাই থেকে-
বানিয়ে দিক একটা ফিনিক্স পাখি।
সত্যের, সৌন্দর্যের, সমৃদ্ধির।
আমরা তাকে ডাকবো পৃথিবী বলে।