অন্য আরেক পৃথিবী
অন্য আরেক পৃথিবী




আসুক নেমে ভয়ঙ্কর এক কালবৈশাখী আর-
উড়িয়ে নিয়ে যাক-
তিলক আর সুরমার মাঝের বিষাক্ত কালো নিঃশ্বাসটা,
নিকোটিনের মত মিশে যাচ্ছে যে রক্তে।
আজান আর শাঁখে তৃপ্ত হোক মানুষ, তৃপ্ত হোক ঈশ্বর।
আসুক নেমে দুর্বার এক সুনামি আর-
ভাসিয়ে নিয়ে যাক-
আকাশছোঁয়া পারিজাত আর তার ডালপালা-
যার শিকড় চুইয়ে ঢুকছে লাঙল হাতে কঙ্কালটার রক্ত।
গোলাপ নয়, গল্প লিখুক ঘাসফুল।
আসুক নেমে দুর্দান্ত এক ভূমিকম্প আর-
কাঁপিয়ে দিয়ে যাক-
সাদাকালো ছায়ার বুকে সোনার সিংহাসনটা,
লাল চোখের শাসনে পরাধীন স্বাধীনতা।
হাঁটুক রাজা মাটিতে, ছুঁয়ে দেখুক ফ্যানভাত।
আসুক নেমে সর্বগ্রাসী এক দাবানল আর-
পুড়িয়ে দিয়ে যাক-
আদমের দুই ছেলের মাঝে জন্মের দাগের ফারাক।
দলিত গড়ুক ঠাকুর, ঠাকুর গড়ুক সংসার।
সূর্য জ্বলুক সবার মাথায়, সমান তাপে, সমান তেজে।
আর শেষে,
সব শেষে আসুক নেমে -
ধবধবে সাদা পাঞ্জাবীতে একটা লোক।
কাঁদুক সুরে বিষের বাঁশি, আগুন জ্বলুক বীণায়।
আর লোকটা-
এই ধুয়ে যাওয়া, পুড়ে যাওয়া শ্মশানের ছাই থেকে-
বানিয়ে দিক একটা ফিনিক্স পাখি।
সত্যের, সৌন্দর্যের, সমৃদ্ধির।
আমরা তাকে ডাকবো পৃথিবী বলে।