সিগারেট
সিগারেট
সিগারেটটা জ্বলছে দু’আঙ্গুলের মাঝে।
রোদ-পোড়া সন্ধ্যার আকাশে চাঁদটা-
এখনও আসেনি তার হাজার তারার জলসাঘরে।
সিগারেটটা পুড়ছে।
মুখের আগুন ছাইয়ে ঢাকল ধীরে।
হটাৎ-
দমকা এক হাওয়ার স্রোত ছুটে এসেই গেলো মিলিয়ে।
তাকিয়ে দেখি-
হাওয়ার আলতো টোকায় পোড়া ছাইটা গেছে ঝরে,
বেরিয়েছে নতুন এক আগুনের মুখ।
শুরু হয়েছে নতুন করে পোড়া।
হাওয়া আসে, হাওয়া যায়-
আর সিগারেটটা-
পুরনো ছাই সরিয়ে জ্বলে ওঠে নতুন আগুনে।
কান পেতে শুনলাম-
ঝাপসা নিঃশ্বাসে কে যেন বললে-
জীবনটা ওই সিগারেটটার মত-
এগিয়ে চলে।
আগুনের মত দগদগে ঘাগুলো ঢাকা পড়ে-
ঠাণ্ডা, নরম চোখের ভিজেতে।
তারপর, সময়ের ধাক্কায় ঝরে যায়-
ক্লান্ত অবসন্ন কিছু স্মৃতি।
মুছে যায়-
ব্যার্থতার,হতাশার, না পাওয়ার
বিশাল এক অধ্যায়।
চলা শুরু হয় নতুন উদ্যমে,
পুরনো ছাই সরিয়ে, নতুন আগুণ বুকে নিয়ে।
