সিগারেট
সিগারেট


জীবনটা ওই সিগারেটটার মত-
এগিয়ে চলে।
আগুনের মত দগদগে ঘাগুলো ঢাকা পড়ে-
ঠাণ্ডা, নরম চোখের ভিজেতে।
তারপর, সময়ের ধাক্কায় ঝরে যায়-
ক্লান্ত অবসন্ন কিছু স্মৃতি।
মুছে যায়-
ব্যার্থতার,হতাশার, না পাওয়ার
বিশাল এক অধ্যায়।
চলা শুরু হয় নতুন উদ্যমে,
পুরনো ছাই সরিয়ে, নতুন আগুণ বুকে নিয়ে।