আবার দেখা হবে
আবার দেখা হবে


ভাঙ্গা একটা তারার বুকে,
ঝরা পাতার শুকনো সুখে,
ভিজে চোখের জলের ধারে,
তোমায় ফিরে দেখবো সবাই,
দেখবো ফিরে বারেবারে।
আবার কবি দেখা হবে,
দেখা হবে ওই পারে।
ভাঙ্গা একটা তারার বুকে,
ঝরা পাতার শুকনো সুখে,
ভিজে চোখের জলের ধারে,
তোমায় ফিরে দেখবো সবাই,
দেখবো ফিরে বারেবারে।
আবার কবি দেখা হবে,
দেখা হবে ওই পারে।