আবার কবি দেখা হবে
আবার কবি দেখা হবে
আবার কবি দেখা হবে,
দেখা হবে ওই পারে-
মেঘের বুকে, আলের ধারে,
আকাশের ওই শেষ কিনারে।
আবার কবি দেখা হবে,
দেখা হবে ওই পারে।
ডুবল তোমার রঙিন ডিঙা,
কান্না বাজায় পেতল শিঙা।
সব-হারাদের দলের মাঝে,
খালি পায়ে রাজার সাজে,
ফিরছ তুমি শূন্য নীড়ে।
ফিরছ তুমি ক্লান্ত ভিড়ে।
তবুও-
তবুও, তুমি শক্ত হাতে,
জাপটে আশা গভীর রাতে,
এগিয়ে গেছো আগুন চোখে।
এগিয়ে গেছো জোয়ার মুখে।
ভাঙ্গা একটা তারার বুকে,
ঝরা পাতার শুকনো সুখে,
ভিজে চোখের জলের ধারে,
তোমায় ফিরে দেখবো সবাই,
দেখবো ফিরে বারেবারে।
আবার কবি দেখা হবে,
দেখা হবে ওই পারে।
