অণুকবিতা : "কাকা"।
অণুকবিতা : "কাকা"।


"বিদ্যা,বুদ্ধি,টাকা,
সে হয় আমার কাকা।
খেতে সে ভালোবাসে সন্দেশ মাখা,
সঙ্গে আবার আমও,তাও পাকা।
থাকে সে তো ঢাকা,তবে তার মাথা ফাকা।
অচল তার গাড়ির চাকা,
সেটাও আবার ইমর্পোটেড ফ্রম ওশাকা।
কিন্তু যাই হোক না কেন,
সে হয় আমারই তো কাকা।"