অমরা
অমরা


সাময়িক কিছু বিরতি সমান্তরাল নয়, বরং
দু একটা ছোট বড় কিছু ভূমিকা, কিছু পরিচয়
যা কিছুর অজ্ঞাতবাস চিরকালীন,
আসলে এই সমস্ত ভনিতার নামকরণ হয় না!
আজ মুখ ফিরিয়ে ক্লান্ত হয়েছে পথ, আলো ভীষণ!
আমি সদুত্তর পাই না বলেই প্রশ্ন করেছি অনেক
অবশেষে, শেষ বলে কিছু নেই, সবটাই শুরু
এটাও বিশ্বাস, বিশ্বাস করেছি আমি, তুমি এবং.....
আমার হাত ভর্তি হয়েছে, সম্পদে, আসবাবপত্রে
ভারী ভারী আদরে ওজন বেড়েছে অভিমানের
রাত পেরালে দিন নয়, ছোট হয় দূরত্ব
ক্রমে ক্রমে ক্রমাগত জড়িয়ে ধরেছে আমাদের..
বুঝতে পারছ!
আমি জড়িয়ে আছি ঠোঁট, তোমার শরীরের উষ্ণ শীত
ছুঁয়ে আছি তোমার বিভাজিকা, স্তনের সমগ্র নিতম্ব
এইমুহূর্তে শরীরের ভিতরে যত ভ্রূণের মত নিচ্ছে সব
তোমার অমরা জুড়ে বেড়ে উঠছে
ততইআমাদের "সন্তান"।।