অগ্নি
অগ্নি


হে মহামহীয়ান তোমায় প্রণাম
তোমারই মহিমায় মোহিত ইহলোক ধাম।
পরমেশ্বর দ্যুতিয়ানি করো তুমি পরম সত্য ঞ্গানী।
পৃথিবী সন্তানে দানো
ঞ্গান বুদ্ধি-বাণী।
তোমার আশীষে পরমেশ তরে
মোদের চিত্ত আকূলিত
তোমার আবেশে সত্য ঞ্গান
সন্ধানে হৃদয় ব্যকুলিত।
ক্লেশগাঁথা যত আমাদের হৃদে
বহন করিয়া চিতে
আপন ত্যেজে পরমেশ পানে
তোমা রথ চালাওমোদের হিতে
পঞ্চ ইন্দ্রিয়ের স্থুলতায় হেরি
তোমার ধ্বংস রূপ কাহিনী
ঞ্গান নয়নে সুখে অনুভবি
তুমি মঙ্গলকামী-ভবতারিণী
তোমার শিখা জঠরে জ্বালিয়া
চালাও জীবন তরী
তোমার ত্যেজরাশিতে ভষ্ম করো কূলক্ষয়ী অরি
অয়ি দয়াময় দেবতা পুরাতে
মোদের বাসনা কামনা
পরমেশদ্বারে পৌঁছে দিতে
লালায়িত করো রসনা
প্রতি পরমাণু মোর নিরখে
তোমার শকতি অনুখনে
সত্য তরে তাই বুঝি উতলা মন
নিরন্তর ধায় খনেখনে
তুমি শিখাইছো সদা ছিন্ন করিতে মায়াজাল বাঁধন
তোমা রোষানলে অরিকূল
করে অভিবাদন
জন্ম-মৃত্যুর চির সাথি ওগো
ত্যেজদ্বীপ্ত লেলিহান
তোমারই আশীষে ঋষি
কল্লোলিত করে সামগান।
জীবন রহস্য পথে তুমি ধ্রুবতারা পরমেশ দূত
তোমার শিখায় দগ্ধ করিয়া
মিটাও মোদের ক্ষুধ্।
অবনী সন্তান আপনি যজমান
তুমি পুরোহিত
পরমেশ বরে বাড়ায়ে মান
জীবনের করো হিত।
পাপ-তাপ যত আমাদের হিতে হরো তব রোষানলে
তুমি মহীয়ান জীবনে করো শান্ত-সমাহিত তোমা পদতলে।
জাতবেদ! তোমারই ত্যেজে জ্বলিছে দীপ, হৃদ মন্দির অঙ্গনে
তারই আলোকে হেরি পুলকে
দ্যুলোকে-ভূলোকে ত্রিলোকস্বামী পরমেশে,-----
হাসিছে গম্ভীর শান্ত-শীতল নয়নে।।