অবুঝ মন।
অবুঝ মন।
1 min
220
মা, তুমি কোথায়?
নিশ্চুপ বাতাস বয় !
নিঃঝুুম রাতে একাকী ,
কিছু আর নেই বাকী!
যাত্রী সব গেছে চলে,
কাউকে কিছু না বলে!
অদৃশ্য, না ফেরার দেশে,
আমি পড়ে আছি শেষে!
জানি, ফিরবে না কেউ,
অশান্ত মনে,
কান্নার ঢেেউ !
মন আজ বড়ই অবুঝ,
বৃষ্টি রঙে ,প্রকৃতি সবুজ !