Dipa chatterjee
Abstract
অঝোর ধারায় ঝরে বৃষ্টি,
সবুজে হাসে সৃষ্টি।
গৃৃহ আজ কারাগার সম,
আমরা হয়়েছি ইচছা বন্দী!
অবুঝ মন।
ক রো না ।
ঝরা শেফালী ঝরা শেফালী
কালো বৌ কালো বৌ
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
তবুও বিশ্বাসঘাতক সে, চাইলেও অথবা না চাইলেও প্রতারনা যেন অস্থিমজ্জায় তবুও বিশ্বাসঘাতক সে, চাইলেও অথবা না চাইলেও প্রতারনা যেন অস্থিমজ্জায়
কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে। কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে।
লিখতে বসে কোথাও যেন মাটির গন্ধ পেলাম— লিখতে বসে কোথাও যেন মাটির গন্ধ পেলাম—
অপবাদ অপবাদ
আমার দুনিয়া আমার দুনিয়া
মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর
উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ
শহররাস্তা ঢেউয়ে ঢেউয়ে হয় নদী, মাটির দূর্গায় ঢেকেছে কাশবন... শহররাস্তা ঢেউয়ে ঢেউয়ে হয় নদী, মাটির দূর্গায় ঢেকেছে কাশবন...
বৌ আমার স্বপন করেছে বপন বৌ আমার স্বপন করেছে বপন
স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে... স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে...
৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি । ৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি ।
আমার আমি...... আমার আমি......
আমরা ব্যাস্ত, অতি বিদ্ধস্ত, অতি বিরক্ত, অতি বিভ্রান্ত আলোর মধ্যে ... আমরা ব্যাস্ত, অতি বিদ্ধস্ত, অতি বিরক্ত, অতি বিভ্রান্ত আলোর মধ্যে ...
তুমি তুমি
আর বাতাস,সেতো আজও আগের মতই আছে আর বাতাস,সেতো আজও আগের মতই আছে
কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে , কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে ,
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল