STORYMIRROR

Abhijit Halder

Fantasy Inspirational Others

3  

Abhijit Halder

Fantasy Inspirational Others

অবকাশ -৪৫

অবকাশ -৪৫

1 min
114

নিজেকে বুঝলাম - সমাজকে বুঝতে শিখলাম

পিপীলিকাদের পথ ধরে জীবন বয়ে যায়

সূর্য নমঃ রাত্রি ।

জলের উপর হলুদ পাতা কতটা সময় ভাসতে পারে

একসময় ডুবে যায় ভারসাম্য হারিয়ে

কিংবা গন্তব্য ত্যাগ করে অবশেষে।

হৃদয়ের ভিতর কয়েকটি বিশ্বযুদ্ধ

হৃদ্যতা নেই শুকনো নদীর মত হাহাকার

কীটপতঙ্গদের বারবাড়ন্ত এগিয়ে

শোষণের নীতি মানুষ চেনে না

আবিষ্কারের সূত্রে পুড়ে যায় অজস্র ঘর

আসামীরা সাধারণ মানুষের চোখের জলে শুদ্ধি লাভ করে।

কতটা অপমানে শূন্য হতে হয়?

প্রীতির ভাষা কাকে বলে তারা জানে না

জানে শুধু হননের নিয়ম - কানুন।

পাপের মধ্যেও পাপ জন্ম লাভ করে

উপলব্ধি জাগে শুধু বিরহের

মানুষ নিজের চেনা পথে একসময় চলতে ভুল করে

হৃৎপিণ্ড শুকিয়ে যায় কীটপতঙ্গের উৎপাতে

সেথা পড়ে থাকে শুধু একগুচ্ছ তাজা অবমাননা।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Fantasy