Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Mahadev Nandi

Abstract Romance

4.3  

Mahadev Nandi

Abstract Romance

অভিযোগ

অভিযোগ

1 min
258


বন্ধুরা বলে,

তুই বড্ডো বৌ পাগল।

যদিও বিয়ে হয়নি এখনো।

গার্লফ্রেন্ড থাকলেই নাকি বৌ হয়ে যায়।

আমিও ভাবতাম তাই;

তুমিই আমার ধারনা ভুল প্রমানিত করলে।


আমায় নিয়ে তোমার প্রথম অভিযোগ, 

সিগারেট খেলে চলবে না বাবু, তোমার কিছু হলে আমি থাকবো কেমন করে!

কোনো প্রশ্ন করিনি। 

বারো বছরের অভ্যস্ত নেশা এক কথায় ত্যাগ করলাম।


আজ আমাকে ছেড়ে বিন্দাস রয়েছো।

সারাদিনে কটা এ্যাস্ট্রে ভর্তি হচ্ছে, তার খোঁজ নেওয়া তোমার কাছে অর্থহীন।


 ছোটোবেলা থেকেই আমার প্রবল ইচ্ছে গোঁফ রাখার।

 পুরুষকে গোঁফেই মানায়। 

 তাও জলাঞ্জলি দিয়েছি তোমার একটা বারণে।

 কোনো এক বান্ধবীর কাছে তোমার মাথা হেট্ হয়েছিল আমার জন্য।

 সে বলেছিল,

 ও মা তোদের তো বাপ-মেয়ের প্রেম মনে হয়!

 গোঁফে নাকি আমার বয়স দ্বিগুণ হয়।

 

আজ কালো দাড়িতে রবীন্দ্রনাথ সেজেছি;

বয়সের হিসেব রাখার সময় তোমার হাতে নেই।



আজ তোমার অভিযোগ দিগন্তে মিশে গেছে।

মরিচীকার মতো আমাদের ভালোবাসা।

বন্ধুরা হাসাহাসি করে সারাক্ষণ। 

মুখ ভর্তি দাড়ি-গোঁফ নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়।

সিগারেট জোটেনি তারপর; তাই বিড়িই সম্বল। 


তুমি আর তোমার ও, সুখে থেকো। 

অভিযোগ নিয়ে আসা অভিমানী মুখটা আজও মনে পড়ে।

আমার ভালোবাসার সমাধির উপর একটা সুখের ঘর হয়েছে জেনেই আমি খুশি।।



Rate this content
Log in