অভিমানী কবিতারা
অভিমানী কবিতারা


কত বছর পেরিয়ে গেল ?
সে হিসেব রাখাও ছেড়েছি
বহুদিন ...
চোখের দেখা হয়নি,
কন্ঠস্বরও শুনিনি,
হয়নি একবারও... চিঠি লেখালেখিও...
ফেসবুক,ওয়াটস্অ্যাপ্...
মেসেজ...কিছুনা...
তবুও যোগাযোগ ছিল...
এবং থাকবে...
অভিমান দুটি হৃদয়ের মাঝে স্মৃতির সেতু গড়ে চলে...
আমৃত্যু ...
******
কে ঠিক ছিল ?
ভুল করেছিল কে ?
থেকে যায় অমীমাংসিত
কে জয়ী হলো ?
সুখী হলো কে ?
সে প্রশ্নও উত্তরবিহীন
হার হলো ভালোবাসার
অভিমান দুটি হৃদয়কে দূরে সরিয়েও হাইফেনের মতো
মৃত্যু হলো একটি সম্পর্কের ...
অসুখের নাম ...
****************