অবহেলা
অবহেলা


বিষাক্ত গহীনে তোমার নিছক প্রেম,
আমার উন্মাদনার কারণ মাত্র |
তবুও কে না চায় দুর্ভেদ্য এই আবেদন |
তোমার রাতের ব্যালকনিতে আমার কৌতহুলী সন্ধান ভাবায় কাকে ?
আছো তো বেশ , যেমন ছিলে তেইশ এ
তখন ও তোমায় দেখে,
জাগত বুকের সেতার সব
আজ ও যেমন বাজাও অক্লেশে |
জানালার এপারে দাঁড়িয়ে আমার কাঁকন,
তোমার কানে যতটা তীব্র,
তার থেকেও কোনোদিন কি জানবে
তীব্র চিৎকার আমি শুনেছি
সে চিৎকার , সেই পাশবিক যন্ত্রনা ,
যা দিয়েছো তুমি আমায় অবহেলায় ভালোবেসে |