আয়না আর শব্দের মিছিল
আয়না আর শব্দের মিছিল


আজ চারিদিকে যত পড়ে আছে কবিতার দেহ
আমি কুড়িয়ে রাখব স্বপ্নের পাশেবালিশের মধ্যে ভরে
কখনো বিলিয়ে দেব জীবিত'র অছিলায়...
স্বভাবতই কয়েকটা পালক দিয়ে নিজের ঘুমন্ত শরীরে আঁক কাটা যায়না
কোনোদিন ছায়া লুকিয়ে ছিল যথারীতি বুকের শহরে টর্চের আলোও রাতের অন্ধকার কাটিয়ে খুঁজে পায়নি হলুদ পাতাদের।
আমি স্বপ্ন দেখি আমার গভীরে আজীবন প্রাণহীন দেহগুলোকে ভেবে রাখি কবিতার মানদণ্ড
আমিও কবিতা তৈরি করি আমিও একটা জীবন্ত অক্ষরের জন্য খুঁজে বেড়াই
নিজেরই নিয়ামকগুলো কখনো নিজের শরীরে আগুন লাগিয়ে অকাতরে চেয়ে থাকি ভঙ্গুর স্তম্ভের দিকে
হয়ত স্বপ্নের মত অহরহ ভেঙে পড়বে অগ্নিদগ্ধ বিদ্রোহীরাওরাও নিয়মিত ডানার ভেতরে জমিয়ে রাখবে ঘুমের ট্যাবলেট...
ওরা মৃত নয়... আসলে ওদেরও ঠিক আমার মতোই দেখতে...