আঠারোই আগস্ট
আঠারোই আগস্ট
জেনেছি অনেক রকম ডে, আজকাল হয় পালন।
তাই বলে একেবারে "ব্যাড পোয়েট্রি ডে!"
কারা দেয় কবিদের এমন যন্ত্রনা নিদারুণ ?
প্রাণে কি নেই একটুও মায়া দয়া !
দেখিয়ে দেওয়া কোথায় রাখা আছে ডাস্টবিন।
থাকতে তো পারতো নিদেনপক্ষে রিসাইকেলবিন !
কখন কোন কবিতা কোন পাঠকের ভালো লাগে,
সেটা কি বোঝা যায় আগে ?
তবু একটুখানি আশা থাকে মনে,
পড়ে হয়তো কারো ভালো লাগতেও পারে,
কোনোদিন, কোনো এক সন্ধ্যায়, গোধূলিক্ষণে।
কনে দেখা আলোতে নাকি কুরূপাকেও লাগে সুরূপা,
কবিতার বেলায় কেন এত অবিচার, এরকম হ্যাপা ?
রান্না তো হয় কতকিছু প্রতিদিন ।
সবকিছুই কি সমান ভালোলাগে সকলের কাছে ?
এক এক জনের পছন্দ এক এক রকম,
কেউ হয়তো চেয়ে খায় কোনো পদ, কেউ একটু কম।
কবিতার বেলায় তো কবিও করেন বাছাবাছি,
কত কবিতা জন্মানোর আগেই করে মৃত্যুকে বরণ।
তার পরেও যারা কোনোমতে যায় বেঁচে,
তারাই ভালোবেসে পাঠকদের আদর যাচে।
যদি কেউ কোনো কবিতাকে না করে পছন্দ !
তবুও হয়তো থাকে পড়ে তারা কোনও এক কোনে,
চুপ করে থাকতে লাগেনা একেবারে মন্দ।
কিন্তু হঠাৎ এই একটি দিনে খুঁজে খুঁজে কান ধরে,
সে সব কবিতাদের কেউ যদি ইচ্ছে করে জড় করে !
একটা লেবেল লাগায় খারাপ কবিতা বলে,
কবিতাদের তো মনটা খারাপ হবেই, সাথে লজ্জ্বা !
আর কবির অবস্থা তো কহতব্য নয়,
এ যে একান্তই অসহনীয়, যেন ভীষ্মের শরশয্যা।
