আরও একবার তোমার কাছে হেঁটে যেতে যেতে
আরও একবার তোমার কাছে হেঁটে যেতে যেতে


যে ভাবে হয়ে যাও নিরুদ্দেশ
বিষাক্ত আগুন ছুঁয়ে ঠোঁটে
পড়ে থাকে পোড়া জ্যোৎস্না
কৃষ্ণপক্ষের ঢেউ ভাঙার উপাখ্যান
শ্রেণীবদ্ধ ছুটে আসে আগুনের শিখা
হাতের মুঠি আলগা হয়ে,খসে যায়
জীবন রেখা।