কাল্পনিক আশীষ মাহাত
কাল্পনিক আশীষ মাহাত


তুমি বারবার ছুটে আসবে আমার কাছে
আমি পৌঁছে তোমায় বাড়ির রাস্তা অব্দি
তারপর আড়াল চোখে পিছু ফিরে তুমি
ছুটে এসে দাঁড়াবে আমার চলে
যাওয়া পথে
তোমায় বারবার ফিরিয়ে দিতে দিতে
একসময়-
জড়িয়ে ধরে ভালোবেসে নেবো ।।
তোমায় বারবার হারিয়ে ফেলবো বলেই