STORYMIRROR

Paula Bhowmik

Abstract Inspirational

4  

Paula Bhowmik

Abstract Inspirational

আপেল, আপেল আর আপেল

আপেল, আপেল আর আপেল

1 min
310

ইংরেজী তে প্রথম অক্ষর এ, স্ট্যান্ডস ফর আপেল,

পাইনের মতো কোনের কারণে আনারস পাইনাপেল।

হাতি খেতে ভালোবাসে চালতা, এলিফ্যান্ট আপেল !

বেল হলো স্টোন আপেল, পাথরের মতো শক্ত খোল!

ক্ষীরের স্বাদের আতার নামটি তাই কাস্টার্ড আপেল,

কাঠের মত খোলার কারণেই উড আপেল, কৎবেল !

কপিত্থের কথা বাঙালীর কথায় হয়ে গেছে অক্ষয়,

যদিও "গজভুক্ত কপিত্থবৎ" এ 'গজ' কিন্তু হাতি নয় !

'ডালিম প্রজাপতি' র ছানাদেরই 'গজ' বলে মনে হয়।

নিউইয়র্ক শহরটিকেও নাকি 'বিগ আপেল' বলা হয় !

বিজ্ঞানী নিউটন আপেল পড়তে দেখে ভাবতে বসেন,

আমাদের দেশের এত রকমারি ফল ওনারা চিনতেন?

হয়তো তাই সব ফলের শেষে একটা আপেল লাগান।

আসলে সারা পৃথিবীর লোকেই আপেল ভালোবাসে,

আদম আর ইভের কাহিনীতেও আপেল চলে আসে।

মোবাইল বা ইন্টারনেটের জগতেই শুধু আপেল নেই,

গ্ৰীন আপেলের মতো নানা সংস্থা আছে এই জগতেই,

গোল্ডেন আপেলের চাহিদা আজ তুঙ্গে এই দুনিয়ায়।

আপেলের প্রজাতির সংখ্যা নাকি সাড়ে সাত হাজার !

সহজেই নিজগুনে দখল করেছে তাই ফলের বাজার।

পৃথিবীর আকৃতি যে কমলালেবুর মতো, পড়েছিলাম,

আপেলের মতো কেন নয়? সেটা তো আমি ভাবতাম!

কেরালার কোচ টিনু পেয়েছেন,ইডেন আপেল টমকে,

রনজি'র বাইশ গজের কথা ভেবেই ইতি টানলাম।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract