" আঁধারের কথা "
" আঁধারের কথা "


কিছু কিছু কথা থাকে আঁধারের।
দিনের আলো কণ্ঠ রোধ করে রাখে,
কিছুতেই বলা হয়ে ওঠেনা।
রাত যখন গভীর হয়,
একটার পর একটা বাতি যায় নিভে,
নিস্তব্ধতার চাদর মুড়ি দিয়ে,
নিদ্রিত পরিবেশ, সারাদিনের ক্লান্তি শেষে,
আঁধারের অবগুন্ঠনে ঢাকা দুটি মুখ,
হাতের পরশ হাতে,
বলা যায় শুধু, যে সকল কথা থাকে আঁধারের।
কিছু কিছু কথা থাকে আঁধারের।