আমরাই
আমরাই
যদি বলতে 'আমরা পারি' তবে এগিয়ে যেতাম আরও কয়েক পা,
যদি বলতে ' আমাদের চাই' ---
পেরিয়ে অনেক চড়াই উৎরাই তবে বিলিয়ে দিতাম গোছানো সবটাই।
বললে না তো সেসব -
তাই একলা ঘরে খিল, তোমার স্নিগ্ধ একলামি।
বলো- "ভালোই আছে শব্দ আর ভালোই আছি আমি।"
যখন তানপুরাতে তোমার একলামি আর 'আমি'র সুর বাজে,
তখন জল জঙ্গল পেরিয়ে এসে আমার নিকোনো উঠোনও একলা বাঁশি বাজায়, নিরুপায়।
সে বাঁশির বেপরোয়া অথচ অভিমানী সুর বলে যায় এক ঝাঁক পায়রা আর গতি হারানো বাজটার কথা।
আলোর চাদরের উষ্ণ মোড়কেও তখন কেমন এক শিরশিরে শীতবোধ।
দেরি হল অনেকটাই -
দেখো ---
ঘিরে ফেলেছে কত রাক্ষস খোক্ষস
বলো -
এবার বলো তাই
" আমি নয়, আমার নয়, আমাদের ,
আমাদের ডানা চাই"
