আত্মনির্ভরতা
আত্মনির্ভরতা
ছাদ জুড়ে রোদ গুনি, বজ্রপাতের শব্দ চিনি,
বৃষ্টির ঠোঁটে ঠোঁট রেখে বলি কবিতা,
হ্যাঁ, এমনই আমার আত্মনির্ভরতা।
তারাদের কথা শুনি, আমিও স্বপ্ন বুনি,
শিমুল পলাশ ,সবুজ ঘাস,
ভরাই সাদা খাতা,
হ্যাঁ, এমনই আমার আত্মনির্ভরতা।
গভীর কালো চোখের আলো,
লুকিয়ে খোঁজা, তোমায় বোঝা,
অভিমানে বলি, না-
চাইনা তা।
হ্যাঁ, এটাই আমার আত্মনির্ভরতা।
