STORYMIRROR

Sumit Darani

Abstract Others

3  

Sumit Darani

Abstract Others

আমি সেই নারী

আমি সেই নারী

2 mins
42


আমিই সেই নারী.!

প্রতিমাসে যার উপচে পড়ে ঢেউ,

উচু নিতম্বে আঁকড়ে ধরে আপনার চোখ

বাসে , ট্রেনে ছুঁয়ে দিয়ে যান অবলিলায়।

ভীড়ের মাঝে ব্রায়ের ফিতে বেরিয়ে গেলে

টসটস করে আপনার জীভ,

হ্যা আমি সেই নারী..!


রোদ গরমে যাকে যেতে হয় ,

কুঁজো কাঁখে জল আনতে।

ক্লান্ত শরীরে ফিরে আসে জল নিয়ে

আপনার তো দয়া হয় না !

ঠেলে বসিয়ে দেন তপ্ত উনুনের সামনে

হাড়িতে চাল দিতে হয় .. আপনার খিদে মেটাতে..!

আমি সেই নারী..!


বস্তির এক নোংরা স্যাঁতস্যাতে ঘরে যার বাস

যাকে দেখলো আপনার বমি আসে।

গভীর রাতে তাকেই তুলে নিয়ে যান

আপনার নরম বিছানায়..!

মদের নেশায় বুঁদ হয়ে দেখেন যার নগ্ন শরীর,

হ্যা হ্যা আমি সেই নারী.!


যার কাঁধে পুরো পরিবারের বোঝা

যার পয়সায় বাবার ওষুধ চলে, 

হাড়িতে চাল জোটে..!

বোনের স্কুলের ফিস দেওয়া হয়,

যার নিজের বলতে কোন স্বপ্ন নেই

আমি সেই নারী...!


সিঁথি জুড়ে লাল ললাট সিঁদুর

হাতে শাখা, পলা আর নোয়া ,

স্বামীর নামে যার জীবন উৎসর্গ

তার মঙ্গল কামনায় সে শাখায় সিঁদুর ছোঁয়ায়।

হঠাত যদি তার সব রং মুছে যায় ..!

দু হাত যদি হয় খালি ..

যদি সেই সিঁদুর হয়ে যায় বড্ড ফিকে।

তখন তার জীবনের সব আশা চুরমার হয়ে যায়

হ্যা , হ্যা আমি সেই নারী..!


আপনারা আমার জন্য অনেক করেছেন!

স্কুল,কলেজ, গাড়ি,বাড়ি আরো অনেক কিছু

আমাকে নারী নামে পূজো করেছেন

আবার রাস্তায় ছুঁড়েও ফেলেছেন,

যেখানে আপনি ১০মাস১০দিন ছিলেন

সেই মায়ের পেটে লাথিও মেরেছেন

আমি সেই নারী...!


হয়তো .. হয়তো ..এমন একদিন হবে!

আমার চোখের মাঝে জ্বলবে জলন্ত চিতা

পুড়ে ছাই হয়ে যাবে যত লালসার চোখ,

ঝলসে যাবে আপনাদের সেই সব সহানুভূতি

সকলে থরথর কাঁপতে থাকবে!

আমার তেজে সেদিন নত হবে

আপনার পুরুষাঙ্গ...!

সেদিন আপনার মনে হবে .. ?

আমার মাঝে আছেন এক দেবী..

খর্গ হাতে দশভূজা যার রুপ

হয়তো হবে এমন কিছু.. হয়তো বা..!



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Abstract