STORYMIRROR

Sipra Debnath

Abstract Inspirational

4  

Sipra Debnath

Abstract Inspirational

আমি কৃষক

আমি কৃষক

1 min
310

 🥀 আমি কৃষক 🥀

 আমি কৃষক মানে তোমাদের অন্নদাতা

 হিসাবমতে সকলের ত্রাতা।

 অবশ্য তোমরা এসব কথা মান না, মানবেনা

 আমি ভোর না হতেই কাস্তে হাতে 

 লাঙ্গল কাঁধে ছুটি মাঠে তোমাদেরই প্রয়োজনে।

 অথচ দেখো আমার ঘরে নুন আনতে পান্তা ফুরোয়,

 তোমরা কি বোঝ? আমার পেটের জ্বালা?

 সকাল হতে সন্ধ্যে নাগাদ শুধু পেটের জন্যই হাল টানা

 মাথার ঘাম পায়ে ফেলে কম দিনই দুবেলার অন্ন জোটে

 কাস্তে কোদাল লাঙ্গল মই সারাদিন টেনে বেহাল হই

 তোমরা তৈরী ফসল পাবে বলে পেট পুরে খাবে বলে

 আমার তো দুবেলা দুমুঠো হলেই চলে।

 আমার কোনো দুঃখ নেই 

 মাঠে ধান বুনি সোনার ফসল ফলাই

 আমার বুকে আশা মনে আনন্দ

 সুখ শান্তি অফুরন্ত।

 যখন ধানের জালা কাঁধে বয়ে নিয়ে যাই

 চষা ক্ষেতে বপনের জন্য

 তখনই সোনালী পাকা ফসলের ছবি

 দু চোখে ভেসে ওঠে আনন্দে আত্মহারা হই।

 © Sipra Debnath.

 

 

 

 


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Abstract