আমি ভালোবাসি
আমি ভালোবাসি


আমি ভালোবাসি ভোরের আকাশ,
প্রভাত পাখির গান।
চিন্তা মুক্ত, ভাবনা মুক্ত,
ভয়হীন এক প্রাণ।
আমি ভালোবাসি নদীর ঢেউয়ে,
শুধুই ভেসে যাওয়া।
খোলা চুলে ছাদের উপর,
বিকালবেলার হাওয়া।
আমি ভালোবাসি মুক্ত পাখির,
রঙ্গীন সব পাখা।
সবার চোখ আড়াল করে,
লুকিয়ে তোমায় দেখা।
আমি ভালোবাসি পাহাড়ের বুকে,
ঝর্ণার কলতান।
গ্রামের পথে শুনতে পাওয়া,
বাউলের মধুর গান।
আমি ভালবাসি গ্রীষ্মের দিনে,
বৃষ্টির আনাগোনা।
তোমার পাশে বসে শুধুই,
প্রেমের স্বপ্ন বোনা।