আমার হৃদয় তুমি মা
আমার হৃদয় তুমি মা
মা তুমি আমার হৃদয়
যতদিন আমি বেঁচে থাকব
আমি তোমার সাথে থাকব
যেভাবে তুমি আমার পাশে থাকতে
আজ আমি থাকবো তোমার সাথে সেই ভাবে
বয়েস হয়ে গেছে ভেবে ভেঙে পর তুমি
তবে হারতে আমি দেব না তোমায়
তোমার জীবন যাত্রার পথে
ছোটবেলায় যেমন তুমি শক্তি দিতে এগোনোর
আজ আমি তোমায় শক্তি দেব জীবনের পথে এগোনোর
তুমি যে আমার প্রাণ মা
তুমি যে আমার সবকিছু
তোমায় ছাড়া আমার জীবনটাই যে শূণ্য
