STORYMIRROR

Samir Kumar Das

Inspirational Others

3  

Samir Kumar Das

Inspirational Others

আমার ভগবান

আমার ভগবান

1 min
203

যার চোখের জল ঘামে মিশে যায়

তার কাছে আমার দুঃখ যন্ত্রণা হয়ে যায়।

যার পেটের খিদা কাজে ভুলে যায়

তার গায়ে কঠিন রোদের তাপ মিশে যায়।

যার বুক থাকা অনেক কষ্ট

তার মিথ্যে হাসির পিছনে লুকিয়ে যায়।

যার কাছে আমার সফলতা স্বর্গ হয়ে যায়

তার নিজের সফলতা কুৎসিত হয়ে যায়।

যার ভালোবাসায় থাকে না কোনো ত্রুটি

তার পথে যেন সারাজীবন হাঁটতে আমি পারি।

যার চরণে আমি সারাজীবন থাকি

সেই ভগবান কেই আমি বাবা বলে ডাকি। 

      


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational