পথের পথিক
পথের পথিক
লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে।
কিন্তু লেখা বন্ধ হবে না।
পড়তে পড়তে জীবন শেষ হয়ে যাবে।
কিন্তু পড়া শেষ হবে না।
কর্ম করতে করতে দুর্বল হয়ে পড়বে।
কিন্তু মনোবল ভাঙবেনা।
কর্ম করে অনেক টাকা উপার্জন করবে।
কিন্তু মায়ের ঋণ শোধ হবে না।
ভালোবাসা অনেক পাবে।
কিন্তু পরিবারের থেকে বেশি পাবে না।
জীবনে অনেক কিছু পাবে।
কিন্তু যাওয়ার সময় সব থেকে যাবে।
