আলোর প্রমাণ
আলোর প্রমাণ
নিভে যায় যত আলো পাপড়ির মতো
ঘরোয়া শহর-ছাপ বকের শরীরে
আজও যারা ঘৃণা খোঁজে মানুষের ভিড়ে
আলোহীন পথে তারা আলেয়া সরাতো
রাত হলে ছেড়ে যায় সব মেল গাড়ি
স্টেশনের দিকে শুধু ওড়ে চোখ ভেসে
জামা-হীন কবিতারা প্রহরীর বেশে
গলিটা চিনিয়ে শেষে সাজতো সওয়ারী
ঘুমন্ত শহরে কেউ চেয়েছে কাগজও
কবিতারা দ্রোহকাল চেনাতে চেনাতে
নির্জন দুপুরে চাইতো অঘোষিত ত্রাণ
চেনা চেনা কেউ নেই, তবুও আত্মজ
রাতের গভীরে শুধু খালি-হাত পেতে
প্রাণহীন বুকে খুঁজতো আলোর প্রমাণ
