STORYMIRROR

Manab Mondal

Comedy Fantasy Children

3  

Manab Mondal

Comedy Fantasy Children

আলাদিন চিরাগ

আলাদিন চিরাগ

1 min
234


রূপকথার গল্পে না

গো সত্যি বলছি মেয়ে।

আলাদিন এর চিরাগ থেকে

সবুজ দৈত্যি এসে বেড়িয়ে 

সেদিন বললে আমাকে

" যা চাই তাই যাবি পেয়ে,

দেখ একবারটি চেয়ে,

দিতে পারি মন্ডা মিঠাই।

আমের আচার, টক জলপাই।

দিতে পারি নৌকা, হাতি, ঘোড়া।

সোনার মোহর ঘড়া ঘড়া"

আমি বললাম" ওসব আমি

 কি করবো নিয়ে?

বরং তুমি খেলার জন্য

সবুজমাঠ দাও ফিরিয়ে।"

সবুজ দৈত্যি বড় চালক

বলে তাহলে রাজকন্যাকে করো বিয়ে‌।

রাজকন্যা কথা শুনে

আমিও গেলাম লজ্জা পেয়ে।

রাজকন্যা দেখতে ভারি সুন্দরী।

পট পট করে বলে ইংরেজী, 

বললো আমি এবার কি করি?

আমি কি ও কথা কিছু বুঝতে পারি।

সবুজ দৈত্যিকে দিলাম ছেড়ে।

রাজকন্যাকে নিয়ে

কোন কাজ নেই আমার সংসারে।

ঠিক করলুম পড়াশোনা করে।

ইংরেজিটা শিখবো ভালো করে।

রাজকন্যা কে পাবার তরে।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy