STORYMIRROR

পূজা চক্রবর্তী

Classics Inspirational Children

3  

পূজা চক্রবর্তী

Classics Inspirational Children

আগমনী

আগমনী

1 min
167

সহস্র সুমধুর শঙ্খনিনাদে ,

 আজি এই মঙ্গলময় প্রভাতে,


রুক্ষ শুষ্ক মনে ফুটিল প্রেমের গোলাপ,তোমারই আগমনী আভাতে।


দয়াময়ী জগৎ জননী, অভীষ্ট ফল প্রদায়ীনি,

দূর্মতিনাশিনি ,মহিষাসুরমর্দিনী ।


তোমার আগমনী সুমধুর সুর ভাসিছে আজি আকাশে বাতাসে,

তোমার আগমনে সাজিছে ধরণী শিশিরবিন্দু ঘাসে শিউলি ফুল আর কাশে।


পূর্ণ হউক ধরা তোমার আগমনে,

 শত কোটি প্রণাম মাগো তোমার ঐ রাঙা চরণে।


দূর হোক সকল পাপ, বিনাশ হোক অশুভ শক্তি,

 মাগো, চিরকাল অক্ষয় রবে তোমার প্রতি আমাদের ভক্তি।


Rate this content
Log in

More bengali poem from পূজা চক্রবর্তী

Similar bengali poem from Classics