আগমনী
আগমনী
সহস্র সুমধুর শঙ্খনিনাদে ,
আজি এই মঙ্গলময় প্রভাতে,
রুক্ষ শুষ্ক মনে ফুটিল প্রেমের গোলাপ,তোমারই আগমনী আভাতে।
দয়াময়ী জগৎ জননী, অভীষ্ট ফল প্রদায়ীনি,
দূর্মতিনাশিনি ,মহিষাসুরমর্দিনী ।
তোমার আগমনী সুমধুর সুর ভাসিছে আজি আকাশে বাতাসে,
তোমার আগমনে সাজিছে ধরণী শিশিরবিন্দু ঘাসে শিউলি ফুল আর কাশে।
পূর্ণ হউক ধরা তোমার আগমনে,
শত কোটি প্রণাম মাগো তোমার ঐ রাঙা চরণে।
দূর হোক সকল পাপ, বিনাশ হোক অশুভ শক্তি,
মাগো, চিরকাল অক্ষয় রবে তোমার প্রতি আমাদের ভক্তি।
