আধ্যাত্মিকতা
আধ্যাত্মিকতা


মনের কোণায় না ছিল স্বীকারোক্তি, না ছিল অনুশোচনা,
গতানুগতিক ধারায় অব্যাহত পাপের বোঝা,
চলতি পথে দীর্ঘায়িত হচ্ছে আকাঙ্ক্ষার নষ্টনীড়,
জাগতিক বন্ধনে ডুবিয়ে রাখি যাবতীয় মনোবাঞ্ছা,
মনের দোরে নেই ফুরসত ভেবে দেখা আধ্যাত্মিকতাবাদ,
রঞ্জিত রঙমহলে ভুলে ছিলাম অবৈজ্ঞানিক মতবাদ!
বেশ তো ছিলাম এইভাবেই -
হঠাৎই ইন্দ্রপতন, নেমে আসে কালবৈশাখীর ঝড়ের ঘনঘটা,
সুখের সাগরে ভাসতে গিয়ে দুঃখের সাথে বসত করা,
ভীত সন্ত্রস্ত মনে সংশয়ের অবকাশ,
আঁকড়ে ধরি ঈশ্বরের অস্তিত্ব,
মেনে চলি আধ্যাত্মিক চেতনা,
আধ্যাত্মিকতার মাঝে আড়াল করি সঞ্চিত পাপের পাহাড়।