STORYMIRROR

Manik Goswami

Abstract Drama Others

3  

Manik Goswami

Abstract Drama Others

আবিষ্ট

আবিষ্ট

1 min
240


 

ভেবেছিনু মোরা একদিন ঠিক গড়বো আপন নীড়ে,

হৃদয় সরিৎ তীরে,

যেথায় দুজনে বাঁধবো জগত নিজের মতো করে,

স্বপ্নের সংসারে।

সামনে রইবে ছোট ছোট ঢেউ নদীর জলের 'পরে,

যেথা গাছের ছায়া পড়ে,

যেথা রঙিন মাছে করবে খেলা অম্বুজেরই আড়ে,

বাধাহীন খেলাঘরে।

যেথা আকাশের চাঁদ মারবে উঁকি, লজ্জা যাবে সরে,

ভালোবাসার ভিড়ে।

যেথা মাতাল বাতাস অপেক্ষায় রবে কাশ ফুলেরই তরে,

মন হবে ফুরফুরে।

যেথা রাখাল বালক গরু চড়িয়ে ফিরবে বেলা করে,

শান্তির ছায়াঘরে।

যেথা সাঁঝের বেলা শঙ্খ ধ্বনি বাজবে প্রতি ঘরে,

আঁধার নামবে ধীরে।

যেথা বিদ্যুৎ রেখা খেলা করে যাবে আকাশের বুক চিরে,

দূর দিগন্ত জুড়ে।

যেথা নিদ্রার মাঝে পূর্ণতা পেতে স্বপন খুঁজে ফেরে,

অশ্রুকণার আড়ে |

প্রশান্তি যেথা মৃদু আলাপন করবে মনের দ্বারে,

সহিষ্ণুতার জেরে।

জ্বলে ছাই আর হবে না ধরণী, ক্ষমাহীন ব্যভিচারে,

হিংসা আগুনে পুড়ে ।


       -----x-----

 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract