আবহমান
আবহমান
নির্লিপ্ত পাঠ্যসূচি , অধ্যায়ে অধ্যায়ে উৎসব নামের বিরতি ,
স্রোতের বিপরীতে ভেসে রাতের নক্ষত্রদের দিনযাপনে হিঁচড়ে আনার পদ্ধতি ।
প্রগতির গাঁথনভূমি । মানচিত্রে বৈরাগীজল । আবহাওয়ায় ব্যতিক্রমী লক্ষ্মণ ।
কিছু বাক্যালাপ সাংকেতিকও হয় ।
