STORYMIRROR

Manik Goswami

Drama Others

3  

Manik Goswami

Drama Others

আবেগ

আবেগ

1 min
194


চলো আজ চলে যাই

নদী স্রোতে ভেসে যাই

দূর হতে দূরে দিয়ে আসি পাড়ি ।


কত পথ ঘুরে ঘুরে

পাখির মতো উড়ে উড়ে

চলো যাই ভেসে খুশির ডানায় ভর করি ।


বহুদূরে মন তাই

হারিয়ে যে যেতে চায়

কল্পনা জাল বুনেই চলেছি মনের আঙ্গিনা জুড়ি ।


বাতাস যেথায় চলে

খুঁজে পাবে দিক বলে

শনশন করে বয়ে চলে সে কত নিশিদিন ধরি ।


কোথায় যে তার আপন

খুঁজে ফেরে সেই গোপন

চলো আজ মোরা সারাদিন ধরি সেই সন্ধানে ফিরি ।


চলো যাই ভেসে ভেসে

মনের পথের শেষে

শ্রান্ত হবো না কোনোদিন মোরা, ক্লান্তিও যাবে সরি ।


ওই দূর নীলিমায়

হারিয়েই যেতে চাই

সবল মনের সংগ্রামে মোরা বিপদে যেন না ডরি ।


মানিনা আমরা কিছু

চলেছি কাহারো পিছু

তথাপিও মোরা মনের আধারে আশারে নিয়েছি বরি ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama