~২২ শে শ্রাবণ ~
~২২ শে শ্রাবণ ~


রবি তুমি কি শুনতে পাও
শতকোটির এ আর্তনাদ,
কেনো তুমি আসিয়া আবার
পূর্ণ করো না খালি পাত?
তাকায়ে দেখো আকাশ বাতাস
মুখরিত আজ তোমার নামে,
কেনো তুমি থাকিয়া মাঝে
দাওনা ভরিয়া তব গানে।।
ওদের বইছে অশ্রু
চিবুক বেয়ে
দেখছো কি তুমি
পাখি হয়ে?
দেখো কত দুঃখ ,
জমেছে বুকে
তুমিই শুধু
না থাকার শোকে।
কত কালই তো
কেউ লেখেনি আর
ছিড়েছে বাউল
বেহালার তার।
তবু কেনো তুমি আসিয়া আবার
দাওনা জুড়িয়া এ ভাঙ্গা পৃথিবী
আবার তুমি আসিয়া বাজাও
গাওনা তোমার আপন গীতি।।