STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy Others

3  

Sipra Debnath

Abstract Tragedy Others

২০২১

২০২১

1 min
165


অন্যান্য বছরের মতো আরো একটি বছর ২০২১

অবলীলাক্রমে কেটে গেল

কোভিদ নাইনটিনের বোঝা 

মাথায় আজও থেকে গেল।


কচিকাঁচা গুলো বছর তিনেক হলো

ছুঁয়ে দেখেনি এ যাবৎ

স্কুলের দরজা-জানালাগুলো,

হয়নি দেখা এযাবৎ

প্রিয় শিক্ষক শিক্ষিকা আর বন্ধুদের মুখগুলো।


বিধি মেনে চলছি পর্যায় ক্রমে 

কোভিদের নানা ধাপ 

তবুও কত প্রাণ গেলো

হয়নি শেষ মৃত্যুর খেলা

মাথাচাড়া দিয়ে নতুন ভ্যারিয়েন্ট

মানুষের প্রাণ নিতে এবার ওমিক্রন এলো। 


বলছি তোমায় হে মানুষ

সাবধানে থেকো সাবধানে রেখো

অযথা ভীর না করাই ভালো

নিষ্প্রয়োজনে কে বা কারা বেড়াতে গেলো

তোমার কিন্তু বাইরে না বেরোনোই ভালো।


যে যার ভ্যাকসিন সময়ে নিয়ে নাও

সোশ্যাল ডিসটেন্স মেনে 

মাস্ক স্যানিটাইজারের 

ব্যবহারের কথা ভুল না করে 

অবশ্যই রেখো মনে।












Rate this content
Log in

Similar bengali poem from Abstract