সফলতা
সফলতা
মেঘের যানযটহীন আকাশে
বেশ খোশ মেজাজে থাকা যায় ভেসে।
যখন জীবনে সফলতা আসে।
ভালো লাগে
রঙীন স্বপ্ন বুকে আকাশটাকে ছুঁতে
ঘুড়ি তখন চায় সব সুতো ছিঁড়ে যেতে।
স্বাধীনতার স্বাদ নিতে।
কিন্তু সফলতা তো ক্ষন স্থায়ী।
হটাৎ হলে ভোকাট্টা , বোঝে ঘুড়িটা।
বন্ধনহীন জীবনে সে হারিয়ে যায় নিরুদ্দেশে
ব্যর্থতা আশ্রয়টুকু শুধু সহানুভূতির দীর্ঘশ্বাসে ,,,,
