Nikhil Mitra Thakur

Inspirational

3  

Nikhil Mitra Thakur

Inspirational

উন্মুক্ত পৃথিবী

উন্মুক্ত পৃথিবী

1 min
11.7K



পৃথিবীতে সবই উন্মুক্ত। ভাবি আমরা করছি গোপন, আসলে সেটাও হয়ে যায় প্রকাশ পৃথিবীর শক্তি স্রোতে।এই শক্তির খেলায় আমরা প্রত্যেকে এক একটা ফুটবল।

গড়াই যখন ভাবি অন্যের পায়ে যাব না কখনো। আমরা রচি লোহার বাসর ঘর, তবুও আটকাতে পারি না বিষধর।কোন কিছুই থাকে না চাপা যদি থাকে শক্তি তাতে।

এই পৃথিবীর যত রূপ সবই বাঁধা থাকে উন্মুক্ত ফ্রেমে। সাগর উন্মুক্ত, পাহাড় উন্মুক্ত, গহীন বন উন্মুক্ত। যে কোন মহামানব থাকেন উন্মুক্ত। তবে কেন বৃথা চেষ্টা করো সবে মনের দেওয়াল তুলে অপর থেকে আড়াল থাকতে। দাও না নিজেকে বিলায়ে সবার তরে। দেখবে তুমি যত ছিল দেওয়াল সব যাচ্ছে ভেসে সাগর জলে।


গোপন প্রেমের কথাটি রবে না গোপনে, যতই তুমি রাখো যতনে। মনে রেখো তুমি দেওয়ালরেও কাছ কান শুনিবার তরে। গোপন কথাটি দেবে সে একদিন প্রকাশ করে, হাটের মাঝে হাঁড়ি ভেঙে।

চার দেওয়ালের আড়ালে আমরা করি যে পরামর্শ তা তো বেরিয়ে আসে দেওয়াল ভেদিয়া সর্বত্র। দেওয়াল হয়ে যায় শব্দ পরিবহনের মাধ্যম। শুধু থাকে সময়ের অপেক্ষা।তাই সবারে করি আহ্বান সব দেওয়াল ভেঙে হও আকাশ, সাগর, পর্বতের মতো উন্মুক্ত মহান।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational