STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Romance Classics

4  

Sanghamitra Roychowdhury

Romance Classics

টেলিফোন

টেলিফোন

1 min
983

রুণুদের বাড়ীতে তখনও টেলিফোন আসে নি, ফোন করতে যেতো নীহারদার বুথে। অপেক্ষা করতে হোতো, লাইন পড়তো যে, একটাই বুথ পাড়ায়। মায়ামাখা চোখের এক ছেলে আসতো, লম্বা সময় নিতো। অনেকদিন দেখেনি রুণু ওকে, ওর চোখদুটো মনে পড়তো। রুণুদের বাড়ীতে ফোন এসেছে। বহুক্ষণ ধরে ফোনটা বাজছে, ভোরবেলা, সবার ঘুম ভাঙবে ভয়ে রুণু ছুটে এসে ফোনটা ধরলো। রুণুর চোখে জলের ধারা, ওপাশ থেকে তিমির বলছে, "রুণু, ডক্টরেট ডিগ্রী এইমাত্র হাতে পেলাম, এবার ফিরবো।" ওদেশে তখন সন্ধ্যে। ভাগ্যিস নীহারদা অণুঘটকের কাজটা করেছিলো!


Rate this content
Log in

Similar bengali story from Romance