The secret of friendship
The secret of friendship
Chapter 1: রোশগোল্লা বিপদ
রাইয়ান ছিল একদম সাধারণ এক ছেলে, তবে তার একটা বড় সমস্যা ছিল — রোশগোল্লার প্রতি অসীম ভালোবাসা! প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সে লাঞ্চবক্স ভালো করে দেখে নিতো যেন দুটো রোশগোল্লা ঠিকই আছে। একদিন সকালে লাঞ্চবক্স খুলতেই চোখ কপালে উঠলো — একটা রোশগোল্লা নেই! রাইয়ান অবাক, চিন্তা করতে লাগল, কে এমন নিষ্ঠুর তার রোশগোল্লা চুরি করলো?
তাশফিয়া, তার ক্লাসমেট, হাসিমুখে বললো, “তুই কি ভাবলি, আমি রোশগোল্লা চুরি করবো? আমি তো ডায়েট করছি!” আর ইমন, তাদের তৃতীয় বন্ধু, পুরো ঘটনাটা মজা করে দেখছিলো।
রাইয়ান বললো, “আমার রোশগোল্লা চুরি হয়েছে, এটা বড় ষড়যন্ত্র!” সে ঠিক করলো, সে অবশ্যই রোশগোল্লার রহস্য উন্মোচন করবে।
তিনজন বন্ধু মিলে লাঞ্চবক্স নিয়ে এক মজার তদন্ত শুরু করল, আর এর মধ্যেই তাদের বন্ধুত্বের গল্পের সুর চমৎকারভাবে তৈরি হতে লাগল।
