যে রাঁধে সে চুল ও বাঁধে
যে রাঁধে সে চুল ও বাঁধে
আজ কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেল, কখন ই বা অফিস যাব আর কখনই বা ছেলেমেয়েদের স্কুলে পৌঁছে দেব কিছুই বুঝতে পারছি না !
সাড়ে নটা বাজছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে মেয়ে কে রেডি করিয়ে নিয়ে চলে গেলাম স্কুলে। মেয়েকে পৌঁছে দিয়ে আমার অফিসে যেতে অনেকটা লেট্ হয়ে গেলো।
অফিসে ঢুকতেই স্যার বললেন আজকেও এতো লেট্ মিস বসু! Why??
সরি স্যার!!আমি মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে আমার লেট্ হয়ে গেলো।
নো নো এটা চলবে না, রোজ রোজ তুমি দেরি করে আসো, এর পর দিন থেকেই তুমি যদি লেট্ করো তাহলে তোমাকে আর অফিসে আসতে হবে না।
না স্যার এমন তা বলবেন না আপনি যদি আমাকে কাজ থেকেই বার করে দেন তাহলে আমি সংসার চালাবো কেমন করে!!

