STORYMIRROR

🧚‍♀️Uhini🧚‍♀️ উহিনী

Classics

4  

🧚‍♀️Uhini🧚‍♀️ উহিনী

Classics

সরস্বতীর Interview

সরস্বতীর Interview

3 mins
293

©️🔒 Copyright Restricted

.

.


দিনটা 16 জানুয়ারি ,2021


সরস্বতী পুজোর সকাল।


টিভি টা অন করতেই দেখি "প্রশ্নোত্তর" নামের একটা নিউজ চ্যানেল এ দেবী সরস্বতী র ইন্টারভিউ নেওয়া হচ্ছে। 

ভাবলাম-🙄🤔💭 টেকনোলজি এবার তার রঙে স্বর্গ কেও

রঙালো নাকি?🤔💭👀

এইসব ভাবতে ভাবতে দেখি ইন্টারভিউ এর অনুষ্ঠান শুরু হলো। --------------------

👀👀👀


সম্পাদক :-- "আজ সরস্বতী পূজার এই পূণ্য তিথিতে আমাদের এই প্রশ্নোত্তর চ্যানেল এ এক বিশেষ অতিথি কে আমরা পেয়েছি। তিনি আর কেউ নন আমাদের সকলের চিরপরিচিত ,আজকের দিনের বিশেষ 


গুরুত্বপূর্ণ একজন --- স্বয়ং দেবী সরস্বতী।

আসুন তার মুখ থেকেই সব টা শুনে নেওয়া যাক। "


সরস্বতী :-- ''নমস্কার। আমি হলাম সরস্বতী।আপনাদের ভাষায় ' মা সরস্বতী '। আমি স্বর্গ এর ব্রহ্মলোক থেকে থেকে এসেছি। আজ আমি এখানে আমার নিজস্ব কিছু কথা আপনাদের সকলকে বলতে চাই।


          আপনারা সাধারণত মনে করেন আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের। কিন্তু আসলে বিষয়টা একদমই সেরকম না। 


প্রথমত আজ আপনারা এত সবাই আমাকে এত এত বই পড়তে দেন। হ্যাঁ ,এটা ঠিক যে আমি বই পড়তে ভালোবাসি। কিন্তু আমি তো একটাই নাকি!! এত সবার এত এত বই আমাকে পড়তে দিলে কি করেই বা পড়বো আমি ?? আর আসি তো মোটে এই দুটো দিনের জন্য। এর মধ্যে এত বই ই বা পড়বো কখন ? আর চারপাশটা ঘুরে দেখব ই বা কখন ? আর খাবই বা কখন ? ঘুমের কথা নাহয় ছেড়েই দিলাম। 

তা বলি আমিও তো একটা মানুষ নাকি!!! 

সম্ভব অসম্ভব বলেও তো একটা ব্যাপার আছে নাকি??? 

ইয়ে না মানে আমি মানুষ নই,😅 তবুও তো, 


তা সে যাই হোক।  তারপর আপনারা যে এত্ত সবাই আশীর্বাদ প্রার্থনা করেন!! আচ্ছা বলুন তো আমার কত হাত??-- চারটে তো!! আর তার মধ্যে আশীর্বাদ এর হাত ??--মোটে একটা তো!! তা এই একটা হাত দিয়ে একই সঙ্গে কতজনকে আশীর্বাদ করবো আমি??🙄😤 আর আপনাদের এক বদ অভ্যাস। সারা বছর whatsApp, facebook, instagram ঘাঁটাঘাটি করে আজ আমার কাছে আশির্বাদ পাওয়ার জন্য একেবারে আদাজল খেয়ে লাগবেন সব।😠😡 এইসব সামলাতে গিয়ে আগেরবার এখানে পৌঁছানোর খবরটুকু ব্রহ্মা কে জানাতে পারিনি। পুজোর এই দুদিন আপনাদের এত্ত আবদার মেটাতে মেটাতে খাওয়া,ঘুম সব উড়ে যায় আমার। এইতো আমার হাঁস রয়েছে,একবার জিজ্ঞেস করে দেখুন!!!

এইতো আগেরবারের কথা, ব্রহ্মা তো খুব রেগে গিয়েছিল। তারপর আমি আর হাঁস মিলে কোনোভাবে ম্যানেজ করি। আর তাছাড়া আগেরবার খাওয়া - ঘুম কিছুই ঠিকঠাক হয়নি। আমার এই সাদা অঙ্গে একেবারে কালি পড়ে গিয়েছিল!! আর সত্যিই তো এইসব দেখার পরেও কি আর ও (ব্রহ্মা) চুপ করে থাকতে পারে?? হাজার হোক আমি যে তার বউ!!😌😊😍

তাই তো ব্রহ্মা রেগে গিয়ে করোনা (covid) কে পাঠালো।

কিন্তু ও বাবা!! সে গুড়ে যে একমন বালি!! ও তো মর্ত্যে আসেনি কোনোদিন, চেনে না মানুষদের, যে ওর আমদের চাইতে দুকাঠি ওপরে। 

হুঁ!!!

এবারে তো পাঠাতেই চাইছিল না আমাকে। শেষে আমার বাবা মা মানে শিব পার্বতীর কোথায় শেষমেষ পাঠালো আমায়। এবারে কিন্তু আমি আর বাবা আপনাদের এত আবদার মেটাতে পড়বো না। ব্রহ্মার করা নির্দেশ 

আছে -- আগে খেতে হবে, ঘুমাতে হবে, একটু ঘুরবো ফিরবো, তারপর যেমন ইচ্ছে যায় একটু-আধটু পড়বো। তারপর সময় থাকে আশীর্বাদ করবো, নয়তো নয়। 

ও হ্যাঁ!! আমার তো বলাই হয়নি কানে আমার Hearing Plus লাগাতে হয়েছে গত বছরেই। এই আপনাদের এত প্রার্থনার চোটে কানের আমার দফারফা হয়ে গেছে একেবারে। 

আর স্টুডেন্টদের বলি বাবা বছরের প্রথম থেকেই একটু পড়তে শুরু করো না , কি হবে social media য় একটু কম সময় অপচয় করলে???😤😠😡 

কেউ শাড়ির কুচি ধরার লোক পায়না, তো

কেউ আবার হাত ধরে হাঁটার। আচ্ছা যদি শাড়ির কুচি নিজে ধরতে না ই পারো,লোক লাগে তো শাড়ি পড়ার দরকার কি বাবা আমি তো বাপু বুঝিনা। আর হাঁটার জন্য হাত ধরতে হলে তোমরা তবে হুইলচেয়ার এ বসেই নাহয় এলে আমার পুজো দিতে!!

আর পুষ্পাঞ্জলির সময় পাশের ছেলেটা বা মেয়েটার দিকে না তাকিয়ে একটু আমার দিকে তাকিয়ে ও তো দেখতে পারো বাছা। দেখতে শুনতে তো নেহাত

খারাপ নই বলেই জানতুম। 

আচ্ছা সবই তো বললাম,আপনারাও শুনলেন।

এবার থেকে নাহয় একটু বুঝে শুনে কাজ করবেন, 

কেমন???

আচ্ছা আজ তবে চলি।

ওদিকে পুরোহিতরা আমায় পুজোর জন্য ডাকছে, আবার এদিকে মোবাইলে ব্রহ্মার ভিডিও কল ঢুকছে।

আবার পড়ে দেখা 

সবাইকে good bye ।। "


সম্পাদক :-- "তো এখানেই আমরা আমাদের ইন্টারভিউ এর অনুষ্ঠান শেষ করছি। আবার এরকমই অন্য একদিন

অন্য কারো সাথে আমি ফিরবো ইন্টারিউয়ের অনুষ্ঠান নিয়ে। যাবার আগে সকলকে জানাই সরস্বতী পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।।"

            ©️ restricted


        ---------- 🧚‍♀️উহিনী🧚‍♀️



Rate this content
Log in

Similar bengali story from Classics